সুভাষ বিশ্বাস
পুলিশ পরিদর্শক
প্রসিকিউশন বিভাগ, কেএমপি, খুলনা
লেফ্ট রাইট- লেফ্ট রাইট- লেফ্ট
সকলে চলো জোর কদমে বুক ফুলিয়ে উন্নত শির-
জেগেছে আজ সিংহবাহিনী জানায় বিশ^বাসীর
বিনাশ করবে দানবশক্তি, রাখবে চির উন্নত শির।
উদ্দাম ঢাকের শব্দ পায়ে ছন্দের তাল
সাবাস নওজোয়ান! পোশাকের আছে শৃঙ্খল
ক্লান্ত, বিধস্ত দেহে ঘাম ঝরে রোদ্দুর উজ্জ্বল-
তবু উদ্ধত, কঠিন বুটের শব্দ উঠে উত্তাল।
প্রতিজ্ঞা কঠোর চরমপত্র একটি খামে
দেশ শত্রুমুক্ত করবে তারা জীবনের দামে।
খরতপ্ত তেজে ক্লান্ত দু’বাহু লৌহময়
মুক্তির বাঁকপথ ভেঙে ঘটাবে নতুন অভ্যুদয়।
চারিদিকে কালো রাত্রি বিছানো অন্ধকার
তবু দৃঢ় প্রতিজ্ঞ খুঁজে নিতে হবে শত্রুর দ্বার।
মৃত্যু দ্বারে, প্রতিনিয়ত শত্রুর আক্রমণ
সবল হাতের স্পর্শে ঝলসিয়ে উঠে অস্ত্রের গর্জন।
চারিদিকে গুজবের ডানা প্রতিদিন ঘুরপাক খায়:
ব্যর্থ হোক কুচক্রান্ত কঠোর প্রতিজ্ঞায়।
শ্বাপদের উদ্ধত থাবা পৈশাচিক ক্রূর হাসি বন্ধ হোক কোলাহল
আঘাতে আঘাতে চিনেছি নিজেকে–পেয়েছি বাহুতে বল।
সহস্র কাজের ফাঁকে মনে পড়ে দেশ- ‘৭১ তোমাকে
গোপনে আজো পাশবিকতার মহড়া চলে রক্ত ঝরে বুকে।
দস্যুরা এখনো ক্ষমতালোভী- দৃঢ় হাতে হাতিয়ার নাও
রক্তাক্ত পথ রুদ্ধ করে, মুক্ত নদীতে মুক্তির তরী বাও।
এখনো বাতাসে ছড়ায় আগুন নিত্য রাশি রাশি
রক্তের কলঙ্ক ঢেকে বেঁজে উঠে উদ্দীপ্ত শপথের বাঁশি।
লেফই রাইট– লেফট রাইট–লেফ্ট
সকলে চলো জোর কদমে বুক ফুলিয়ে উন্নত শির
শপথের চিঠি হাতে গর্বিত আমরা বাঙালি বীর
ভাঙবো শত্রুর দ্বার, গড়ব নতুন বিশ্ব, নতুন শতাব্দীর।
0 Comments