মোঃ ফিরোজ আল মুজাহিদ খান
অতিরিক্ত ডিআইজি
এপিবিএন হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা
দ্বীপের মাঝখানে দাঁড়িয়ে মনে হলো
চরাচরে কেউ নেই। কেবল চারপাশ
নড়ে চড়ে বলল- আমি আছি!
সেই অস্ফুট উচ্চারণ- আমি আছি!
সামনে কেউ নেই, পেছনেও নয়
তবু এ কোন ‘আমি’ ডাকে!
নিশি ডাকে, কিংবা হলদে আলোর সকাল
নিঃশব্দ চারপাশ, তবু কত পদশব্দ শুনি
দেখা নেই কারো, অদৃশ্যদের রাজত্ব আজ।
ফিস ফিস করে বাতাস বলে
গাছের পাতারা সবুজ বিনুনী দুলিয়ে বলে
আর বলে ঘাস ফড়িং অথবা জলের মাছ
কালো কোকিলের পুচ্ছে থাকে হঠাৎ গতি
সমস্বরে অনুচ্চ উচ্চারণে সবাই বলে
-আমি আছি!
‘আমিকে’ দেখিনি বহুদিন
ফেরারি জীবনে সে পলাতক
দ্বীপের তীরে নেমে মনে হলো-সে আছে।
তাকে দেখার ইচ্ছেয় জলের কিনারে যাই
সে থাকে ঢেউয়ে, আকাশের নীলে
কিংবা গাং চিলের সাদা ডানায়।
একা একা করে কত নির্জনতা নিয়ে বিভোর মানুষ
একা কি সে একবারও!
সুর ও বেসুর যমজের মতো সহোদর
আমি নিঃশেষ বহুতে।
0 Comments