সুবল বিশ্বাস
কবি
পিতার অসমাপ্ত আত্মজীবনী পড়ে দেখো
স্বাধীনতার শেকড় গ্রোথিত এক অবিনাশী মহাকাব্য
খুঁজে দেখো বাংলা বর্ণমালায় সাজানো শব্দভাণ্ডারে-
নির্বাসিত জীবনের আদ্যপান্ত কষ্টের গভীর উচ্চারণ
নির্যাতিত মানুষের মুক্তির বিন্দু-বিসর্গ লেখা কবিতা
মশালের মতো জ্বলতে কতোটা সাহস যুগিয়েছে ?
হুলিয়া মাথায় কাক্সিক্ষত গন্তব্যে যেতে অবিরাম পথ চলা
কখনো নৌকার পাটাতনে ধ্যানমগ্ন মুজিবকে খুঁজে পাবে
কখনো গোয়েন্দার চোখে ধূলি দিয়ে স্টিমার ঘাটে
কখনো ইস্টিশনে দুর্জয় এক খাঁটি বাঙালি
কখনো প্রত্যাশার স্বপ্ন জোড়াতালি দিতে দিতে
অন্ধকার সেলে কেটেছে হাজার রাতের নির্ঘুম প্রহর
এই কবিতায় খুঁজে পাবে রক্তক্ষরণের ইতিহাস।
বোধের পাহাড় ডিঙ্গিয়ে নদীর মোহনায় তপ্ত বালুচরে
যন্ত্রণার মেঘ সরিয়ে জাতির ভাগ্যাকাশে অমর জ্যোতিষী
জীবনে কোনোদিন কুসুম শয্যায় ঘুমোতে পারেনি কবি
নিপীড়িত মানুষের দরদী বুনন কবিতার পাতায় পাতায়।
রঙিন পোস্টারে দেখেছি বিপ¬¬বী চে‘র সংগ্রামী ছবি
ইয়াসির আরাফাত, ফিদেল ক্যাস্ট্রো, গাদ্দাফী,-
ম্যান্ড্লোর কারাবাসের গল্প পড়েছি খবরের কাগজে
এ সবের ঊর্ধ্বে খুঁজে পাবে মুজিবের দ্রোহের চেতনা।
ক্রুসবিদ্ধ যিশুর শরীর চূঁয়ে পড়া রক্ত তাঁকে সংগ্রামী করেছে
অবরুদ্ধ মুক্তির সূর্য ছিনিয়ে এনেছে দুঃসাহসী নভোচারি
নীল সমুদ্রের উত্তাল তরঙ্গ, লোহার শৃঙ্খল
শাসকের দুর্ভেদ্য কারা প্রাচীর সবই তুচ্ছ ছিলো-
পিতার ভালোবাসার কাছে- তাঁর দেশপ্রেমের কাছে।
পরাধীন মানুষের মুক্তির স্বপ্নে গর্জে উঠেছে একটি কণ্ঠ
কষ্টি পাথরে পরখ করে দেখো ওই কণ্ঠস্বর জাতির পিতার
ওই কণ্ঠস্বর মুক্তির-ওই কণ্ঠস্বর স্বাধীনতার অমর বাণী
এই হলো ইতিহাস শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী।
0 Comments