কামরুল আলম সিদ্দিকী
তবে কার রোষ?
কার জন্য অমন পৃথিবী তুমি?
বিনাশে বিস্ময়ে
মৃত্যুর বিলাপে বিদীর্ণ মানুষ!
চতুর্পাশে শোক আর শোক!
আজ মহাকালের শ্রেষ্ঠ অসুখ !!
জলপাড়ে দাঁড়িয়ে যখন নিঃসঙ্গ চিবুই–
দেখি একসন্ধ্যার চমৎকার প্রাণিকূল–
জল খাওয়া, বায়ু খাওয়া–
এ মাটির সব খাওয়া বিশাল কাছিমগুলো
তখন গুটিয়ে নিয়েছে চতুর রাবার মুখ!