রবিউল মাশরাফী
তোমার যন্ত্রণাগুলো হলোই বা সমূদ্র গভীর
কষ্ট ব্যথা জমে আছে একতাল পাহাড় সমান
তোমার সকল জুড়ে বিপদের ঘন অন্ধকার!
তাই বুঝি মাঝে মাঝে মৃত্যুকেই শ্রেয় মনে হয়?
কষ্টগুলো অক্টোপাস; জড়িয়েছে তোমার জীবন
নতুবা কষ্টকে তুমি আলিঙ্গন করে বেঁচে আছো
এইভাবে যেতে যেতে দুর্বিষহ মনে হলো সব?
হঠাৎ ভিতরজুড়ে নড়ে ওঠে মৃত্যুর উৎসব
অবিচ্ছেদ্য যন্ত্রণার পাশ কেটে জীবন বাঁচাতে
বেছে নিলে একগোছা; দড়ি কিংবা, এক শিশি বিষ।
আত্মহত্যাকারীদের লাশ সর্বত্রই ভয়ঙ্কর হয়
দেহকে উদোম করে দেখা হয় লাশকাটা ঘরে
লোকেরা মৃতের গায়ে রেখে যায় ঘৃণার আঁচড়
কাগজে ফলাও করে ছাপা হয় মৃত্যুর কারণ
সত্য কিংবা বানোয়াট নানারূপ নোংরা গল্প কথা
স্বজনেরা আজীবন বয়ে যায় লজ্জাতুর ব্যথা
জোর করে নিজ প্রাণ, কে অবুঝ তুলে নিতে চায়?
ধিক্ ধিক্ শত ধিক্, ধিক্ ধিক্, শত ধিক্ তাকে।
এজীবনে ঝড় ঝঞ্জা বাধাবিঘ্ন যতই আসুক
বুক পেতে নেয়া হবে মেঘদূত বীর পরিচয়
পৃথিবীর সব কষ্ট মিলে যদি এক হয়ে যায়
আত্মহননের ব্যথা তারও চেয়ে বহুগুণ বেশী
অথচ মরলেই বাঁচো এই স্বপ্নে কাটে দিনরাত
জীবন মৃত্যুর মাঝে ভাবলেইনা কতটা তফাৎ
তবু কী আশ্চর্য দেখ, বেঁচে আছি বেঁচে আছে সব
আনন্দ বেদনাসহ চারিদিকে যৌথ কলরব।