মোঃ সাইফুল ইসলাম নাদিম
কনস্টেবল, ঝালকাঠি জেলা।
রোদ ঝড় বৃষ্টিতে রাত ভোর সারাদিন
তোমাদের পাশে আছি।
ফুটপাথ রাজপথে মিছিল আর মিটিং এ
আমরাই চির সাথী।
যতই আঘাত করো দাও যত অপবাদ
তোমাদের পাশে মোরা থাকবো।
মানুষের বিপদে থাকিনা তো পিছনে
এদেশের মানুষকে জীবন দিয়ে আগলে রাখবো।
দেশটি আমার মায়ের মতই
পোষাকটা আমার মায়ের বসন।
জুলুম জালিমের সব অনাচার ঘুচিয়ে দিয়ে
প্রতিষ্ঠিত করবো আইনের সুশাসন।
আমরা পুলিশ আমরা মানুষ আমরা বন্ধু সবার
আসুক যতই আম্ফান মহামারী আমরা পুলিশ জনতার।
করোনার ভয়ে থাকি নিতোদূরে
জীবন দিয়েছে কত স্বেচ্ছাসেবী।
রোদ ঝড় বৃষ্টিতে রাত ভোর সারাদিন
তোমাদের পাশে আছি।
মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজে দেখো ভাই
হানাদার প্রতিরোধে পুলিশ করেছে প্রথম গুলিবর্ষণ।
জুলুম জালিমের সব অনাচার ঘুচিয়ে দিয়ে
প্রতিষ্ঠিত করবো আইনের সুশাসন।
এ জীবন বিলিয়ে দেশটাকে রাতদিন দেই পাহারা
জনতার সুখেই আমরা সুখী।
রোদ ঝড় বৃষ্টিতে রাত ভোর সারাদিন
তোমাদের পাশে আছি।
0 Comments