রাশিদুল হাসান
যিনি দয়ালু যিনি উদার
দয়ায় ভরা যাহার মন
তিনিই আবার কঠোর হন।
তিনি উষ্ণতা
তিনি বিরোধিতা,
দুর্নীতি চাঁদাবাজদের কঠোর হুঁশিয়ারি।
তিনি ফুলেল শুভেচ্ছা
তিনি জনগনের আস্থা
তিনি আঁলোর দিশারী, তিনি দূর্জয় কান্ডারী।।
বুকটা কাপে থরথর, তবুও নাই নিস্তার
ভয়ে তাকে করে প্রণাম,
মাদকচক্রের কাছে আতঙ্ক এক নাম
বাংলাদেশ পুলিশ প্রধান
জনাব ড. বেনজীর আহমেদ স্যার
তাহারই হাত ধরে কত শত লোক নিয়েছে শপথ
মাদককে না বলি।।
সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল
যিনি শুধু চান, মানুষেরই কল্যান
যাহার বুক ভরা স্বদেশ প্রেম।
এ দেশের ও মানুষের
উজ্জ্বল নক্ষত্র তিনি,
ধন্য সেই মাতা জন্মায়েছেন যিনি।
লেখক : পুলিশ কনস্টেবল, ভোলা জেলা
0 Comments