দেওয়ান লালন আহমেদ
পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ
এই নিভে এই জ্বলে ভয়াল ল্যাম্প
আর্তনাদে চট্রগ্রাম সার্কিট হাউজ কন্সেন্ট্রেশন ক্যাম্প,
শহীদ আকরাম হোসেনের শরীরে নির্যাতন আত্যাচার
মানচিত্রের অংশ এর সবটুকু হাহাকার।
মানচিত্রের প্রতিটি বিন্দু
কষ্টের অসীম সিন্ধু।
শহীদ আকরাম হোসেন এক বীরের নাম
একাত্তরের মার্চে তিনি আর আই পুলিশ লাইনস্ চট্রগ্রাম,
দেশপ্রেমের দেখব আয়না
প্রতিচ্ছবি তিনি যার তুলনা হয়না।
শুধু রক্ত দিয়েই যায় কেনা
এমন দেশপ্রেম ভিন্ন অচেনা।
বুকের ভিতরে অসীম সাহসে উদ্দীপ্ত ছন্দ
পালিয়ে বাঁচতে পারতেন তবুও দেশপ্রেমেতে অন্ধ,
হাতুড়ি পেটায় হাতে পায়ে
কষ্ট ফুটে আঘাত সয় গায়ে
নখ উঁচিয়ে খুঁচিয়ে ইলেক্ট্রিক চেয়ারেও করতে পারেনি বধ
এ আত্মত্যাগের কেমনে দিব শোধ?
কাঁদে মন
কাঁদে সকল বন্ধন,
বেয়োনেটের খোচায় রক্তশূন্য ফিকে
একাত্তরের মে মাসের শেষ দিকে,
দেশের জন্য করল জীবনদান
বীরেরা চিরজীবি অম্লান।
চট্রগ্রাম স্টেডিয়াম সংলগ্ন বধ্যভূমি
আজো জীবন্ত শহীদ আকরাম হোসেন তুমি।
(একজন বীর শহীদ আকরাম হোসেন, ১৯৭১ এর মার্চে চট্রগ্রাম পুলিশ লাইনস্রে আর আই ছিলেন, তার দেশপ্রেম, আত্মত্যাগ ও জীবন উৎসর্গ পুলিশ বাহিনীকে গর্বিত করেছে, জাতি তাঁর এই আত্মত্যাগ কে স্মরণ রাখবে)
0 Comments