মোঃ সাইফুল ইসলাম নাদিম
একুশ মানে ভাই হারা গান বীর শহীদের আত্মত্যাগ।
একুশ মানে রক্তগঙ্গা স্বাধীন বাংলার যুদ্ধ ডাক।
একুশ মানে শেখ মুজিবের জীবন ত্যাগের ইতিহাস।
একুশ মানে লাশের তুফান মুক্তিযোদ্ধার বাংলাদেশ।
একুশ মানে পুত্রহারা বৃদ্ধ মায়ের আকুতি লাল সবুজের রক্তমাখা পতাকা।
একুশ মানে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রভাত ফেরীতে নগ্ন চরণে হাঁটা।
একুশ মানে অবুঝ শিশুর বাঁচতে চাওয়া মিনতি শেখ রাসেলের আর্তচিৎকার।
একুশ মানে প্রতিটি বাঙালির জীবনের চাওয়া সম-অধিকার।
প্রতিটি বাঙালির অন্তরে চিরজাগ্রত একুশে ফেব্রুয়ারি।
একুশ মানে দলবেঁধে ছুটে চলা ফুল হাতে শহীদ মিনারে প্রভাত ফেরী।
রফিক রফিক সালাম বরকত তোমরা আমাদের ভাই।
চির অম্লান বাংলার বুকে শহীদ মিনারে তাকালে তোমাদের ফিরে পাই।
স্বাধীনতা অর্জনে বিলিয়ে দিয়েছে প্রাণ ভুলি নাই ভুলবোনা ভাই হারা একুশের গান।
আমার ভাইয়ের রক্তে পাওয়া সোনার বাংলা আমি কি ভুলিতে পারি।
ঊষার দুয়ারে কড়া নেড়ে যায় প্রতিটি একুশে ফেব্রুয়ারি।
লেখক : কনস্টেবল, ঝালকাঠী জেলা
0 Comments