ই-পেপার

নিউজ স্ক্রল

কাজী জিয়া উদ্দিন

ডিআইজি

আমার ছিল মায়াবী এক নদী

সুরেলা গীত গাইত নিরবধি।

ঠোঁটে ছিল ভুবন জয়ী হাসি

ছিলোনা তো কভু অভিলাষী।

নদীর জলে ছিল প্রণয় জল

জল নামাল আমার প্রেমের ঢল।

স্নিগ্ধ জলে ডুব সাঁতারে কাটিয়েছি দিন

কেমন করে শুধব আমি নদীর জলের ঋণ।

ধীরে ধীরে নদী আমার হারিয়েছে জল,

নিভে গেল আমার বুকের প্রেমেরই অনল।

জল হারিয়ে নদী গেল সাগর মোহনায়,

আমিও এবার বসত গড়ি চাঁদের জোছনায়।

সাগর বুকে নদীর এখন নেই কোন সংশয়

জোছনামাখা আমার বসত আমার বরাভয়।

ভালো লাগলে শেয়ার করে দিন :)