ই-পেপার

নিউজ স্ক্রল

ডিটেকটিভ রিপোর্ট

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) ১৬ ফেব্রুয়ারি ২০২০ ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগের নবনির্মিত বহির্বিভাগ ভবন উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ড. মো: মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার), অ্যাডিশনাল আইজিপি (এএন্ডও), আবদুস সালাম পিপিএম, এ্যাডিশনাল আইজিপি (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ), মীর শহীদুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, এ্যাডিশনাল আইজিপি (এসবি), মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম, পিপিএম, এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল, (সিআইডি), মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার, (সিটিটিসি), হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), (ডিআইজি ঢাকা রেঞ্জ) প্রমুখ।

উল্লেখ্য, ১৯৫৪ সালে ১১.৫০ একর জমির উপর ৭০ শয্যা বিশিষ্ট পুলিশ হাসপাতালের যাত্রা শুরু হয়। পরবর্তীতে এর শয্যা সংখ্যা বাড়িয়ে ২৫০ এ উন্নীত করা হয়। বর্তমানে এই হাসপাতালের শয্যা সংখ্যা ৩০০ টি। প্রতিদিন বাংলাদেশ পুলিশের সদস্য ও তাদের পরিবারের প্রায় ১৭০০ থেকে ২২০০ জন রোগীরা এখান থেকে চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন। বর্তমানে হাসপাতালে আইসিইউ ব্যাবস্থা, ডায়ালাইসিস ইউনিট, চোখের অপারেশন, ম্যাক্সিলোফেসিয়াল এন্ড ডেন্টাল সার্ভিসসহ অন্যান্য সেব প্রদান করা হয়। এ ছাড়াও বিদেশী বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে বিশেষ টিম বিভিন্ন সময় উন্নত চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। ভবিষ্যতে হাসপাতালটির শয্যা সংখ্যা বাড়িয়ে ৪০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

ভালো লাগলে শেয়ার করে দিন :)

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x