সেলিনা হক
অদৃশ্য জীবাণু
বংশ বিস্তার করেছে
পৃথিবী জুড়ে-
আমরা মানুষ কত অসহায়
কোভিড-১৯ এর কাছে,
সমস্ত কর্ম ফেলে,
আমরা রয়েছি যে যার ঘরে বসে।
মহামারী করোনা ভাইরাস
এনেছে মৃত্যু ভয়।
আমরা সবাই নিয়ম মেনে,
সচেতন থেকে, সাহসের সাথে
এই দুর্যোগ মোকাবেলা করে,
থাকবো সুরক্ষায়।
মহান সৃষ্টিকর্তার কাছে
সকাতর প্রার্থনা,
হয় যদি সদয় অপার মহিমায়,
মানবতার মুক্তি হবে
নিয়তির এই কঠিন পরীক্ষায়।
হাল ছেড়না বাংলাদেশ,
এ আধাঁর শেষে
নতুন সূর্যের হবে উদয়।
এসো বিশ্ববাসী আজ
এক সুরে গাই
আমরা করবো জয়,
আমরা করবো জয় নিশ্চয়ই
এই বুকের গভীরে আছে প্রত্যয়
আমরা করবো জয়।।
0 Comments