এস এম আক্তারুজ্জামান
ডিআইজি, বরিশাল রেঞ্জ
তোমাকে হারিয়েছি পিতা ১৯৭৫ সালে,
কি হারিয়েছি তা বুঝতে পারিনি সেই শৈশবকালে।
বাংলার মাঠে, বাংলার ঘাটে যেদিকেই তাকাই,
তোমার বিজয়ের পতাকা সবখানে দেখতে পাই।
ইতিহাসের প্রতিটি পাতায়, প্রতিটি শিক্ষায় দেখি তোমারই ছবি,
কিভাবে তোমার বুকে হায়েনারা গুলি চালায় তাই শুধু ভাবি,
তারা কি কোন পিতার সন্তান হয়ে আসেনি ধরাতে?
তারা কি জানে নাই কিভাবে সম্মান জানাতে হয় পিতাকে?
হায়েনারা ভেবেছিল, পানিতে ধুয়ে যাবে তোমার রক্ত,
তারা জানেনাই, তোমার পবিত্র রক্ত বাংলার ভুমিতে কতটা শক্ত।
তোমার নাম, তোমার কর্ম ভোলাতে করেছিল নানা কৌশল,
তোমারই কর্ম, তোমারই ভালবাসা করেছে তোমার স্মৃতিকে অটল।
জীবনের প্রতিটি অর্জনে তোমাকে খুঁজি,
বেঁচে থাকলে কতই না খুশি হতে সেটা বুঝি।
ঈদের আনন্দে মুখে হাসি ফুটে কিভাবে আমার!
ভাবি শুধু পিতাকে হত্যা করে অযোগ্য হয়েছি ক্ষমার।
জানি তুমি মহান, করিবে ক্ষমা তোমারই নিজ গুনে,
দোয়া কর পিতা, যেন তোমার নামের অমর্যাদা না করি জেনেশুনে।