কাজী নাসিরুল ইসলাম
হে বঙ্গবন্ধু, “জাতির পিতা” শেখ মুজিবুর রহমান
তোমার কথা স্মরণ করবো আমরা চিরকাল।
“জাতির পিতা” শ্রেষ্ঠ বাঙালি, তুমি আমাদের জাতির পিতা
তুমি ছাড়া বাংলাদেশের সবই যেন বৃথা।
তুমি মহানায়ক ১৯৭১ সালের যুদ্ধে ছিলো তোমার অবদান
তোমার জন্য বাংলাদেশে পেয়েছি আমরা সোনার বাংলা গান।
তুমি আমাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সন্তান
তোমার বাংলা স্বাধীন রাখতে আমরা দেব প্রাণ।
বাংলাদেশে তুমি ধন্য, তোমার হয়েছে জয়
তুমি বাংলার স্থপতি বিশ্বের মানুষ কয়।
৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন ও ৬ দফা দাবি
সবই ছিল তোমার অবদান তাই যে তোমায় ভাবি।
৭০ এর নির্বাচনে তোমারই ছিল জয়
আইয়ুব খান, ইয়াহিয়া খান ও টিককা খান তোমায় পেলো ভয়।
৭১ এর ৭-ই মার্চ রেসকোর্স মাঠে
তোমার ডাকে সাড়া দিয়ে লক্ষ জনতা আসে।
সেদিনের ঐ ঐতিহাসিক ৭-ই মার্চের ভাষণ
তোমার ভাষণ বিশ্বের মানুষের হৃদয়ে নিয়েছে আসন।
সোনার বাংলা স্বাধীন করা তোমার স্বপ্ন ছিলো
৭১ এর যুদ্ধে ঐ পশ্চিমারা তোমায় জেলে নিলো।
জঙ্গিরা বাংলা ছাড়ো, এদেশ ছাড়ো তোমার হুংকার বাংলায়
নয় মাস যুদ্ধ করে ঐ পশ্চিমা পাকিস্তানি বাংলা হতে পালায়।
হে জাতির পিতা বঙ্গবন্ধু পরাধীনতা ছিন্ন করে দিয়েছো মোদের মুক্তি
তোমার সোনার বাংলায় সোনা ফলাবে তোমার ছিল উক্তি।
হে জাতির পিতা তুমি ঘুমিয়ে আছো গোপালগঞ্জের ঐ টুঙ্গিপাড়ায়
মুজিব বাইয়া যাওরে তোমারই এ গান আজও মানুষ গায়।
যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই
বাংলাদেশে তোমারই গান আজও আমরা গাই।
লেখক : পুলিশ পরিদর্শক