ই-পেপার

ডিটেকটিভ ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ ১৬৬ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার)।

৬ এপ্রিল ২০২২ বেলা ১১:৩০টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে অনুদানপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাঝে অনুদানের এ অর্থ তুলে দেন তিনি।

আর্থিক অনুদান প্রদান শেষে ডিএমপি কমিশনার বলেন, আমাদের যে সকল সদস্য আহত ও নিহত হচ্ছে ডিএমপি কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারছি। অনুদান প্রাপ্তদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা ও যারা সুস্থ হয়ে ফিরে এসেছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি। পুলিশ সদস্যদের সতর্কতার সাথে ডিউটি পালন করার নির্দেশ দিয়ে কমিশনার বলেন, প্রত্যক্ষভাবে আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করছি। সরকারও আমাদের বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা করছে। আপনারা এমন কোন কাজ করবেন না যাতে পুলিশ বাহিনীর সুনাম ক্ষুন্ন হয়।

প্রসঙ্গত, ২৮ মার্চ ২০২২ তারিখে ডিএমপি কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৬৬ তম সভা ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়। সভায় ১৬৬ জন পুলিশ সদস্যদের অনুকূলে ৫৮ লাখ ২৭ হাজার টাকার আর্থিক অনুদান মন্ঞুর করা হয়।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান, বিপিএম (বার), যুগ্ম-পুলিশ কমিশনারবৃন্দ, উপ-পুলিশ কমিশনারগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে শেয়ার করে দিন :)

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x