হুররম সুলতান
শিশির ভেঁজা মেঠো পথ দিয়ে হাটতে গিয়ে কাদা মাখা পা টি নিয়ে,
চলছি যেন আনমনে।
হঠাৎ যেন উষটা খেয়ে পড়লাম যখন গা লুটিয়ে।
বিবেক আমার জাগ্রত হলো সেদিনের সেই ভুলটি দিয়ে।
ভোরের আলো যখন দেখি হিসেব নিকেশ ততোই কসি,
বেলা শেষে একটা সময় থাকে নাকো একটা শিকি।
কিচির মিচির পাখির ডাকে ঘুম ভেঙ্গে যায় অবশেষে,
শুরু হয় যান্ত্রিক জীবন , হাটতে থাকি আঁকা বাঁকা মেঠো পথে।
কখনও হোঁচট খেয়ে থেমে যায় কিছু সময়ে
দালান কোঠার অন্তরালে কত কষ্ট লুকায়িত কেউ খোঁজ নেয়নি কোনকালে।
তুমি কি আমার দুপুর নেবে?
যে দুপুরে ঘর্ম মেখে ক্লান্ত হয়ে ঘরে ফেরা
রুমাল দিয়ে মুখ মোছাবে আলতো করে
উষ্ণ মনের ছোঁয়া দিয়ে।
তুমি আমার রাত্রি নেবে?
অবশেষে অন্ধকারে দেখবো আমি
তোমার আলোয়
চলবো আবার নতুন করে বাঁচব সেদিন দৃঢ়তার সংকল্প নিয়ে।
সাধ জাগে মোর বাসবো ভালো উজাড় করে।
0 Comments