কাজী জিয়া উদ্দিন
ডিআইজি।
জীবন কি হারাতে পারে জীবনের দ্রুতি
মানুষ কি হারিয়েছে দৃষ্টি আর শ্রুতি
চাপাকান্নায় মুখ ঢাকি বুক চাপা কুঠুরিতে
নাচের বলয়ে পাঁজর ভেঙেছে প্রেমের বিপরীতে।
জীবন মানে না জীবনের পরাভব
আমার আঁচলে প্রীতম সৌরভ
শূন্যের মাঝে জাগাতে পারি ঢেউ
শূন্য হৃদয় দেখতে কি চায় কেউ?
একটি গোলাপ, একটি শিশু খোঁজে ফিরে আশ্রয়
পড়ন্ত বিকেলে আকাশের চাঁদোয়া সকলের বরাভয়
পাথর ভেঙে জল এনেছি খুলেছি প্রণয় সম্ভার
চুম্বনে আলিঙ্গনে ভালোবাসায় আজ আমরা নির্ভার।
ঠোঁটের ভেতর ফেনিল ঢেউয়ের মায়াবী আবাহন
ঢেউয়ের মাঝে এগিয়ে চলে প্রণয়ের বাহন
প্রণয় আগুনে জ্বলছে পাকস্থলী
মধুর কণ্ঠে প্রেমের পিযুষ কলি।
শেকড় থেকে উৎসারিত সূর্যপ্রভ রেখা
উজালডাঙ্গার কন্যা বলে আমায় আলো দেখা
কন্যা হঠাৎ হাসতে থাকে বৈরাগী গৌরবে
বুকের আগুন হয় যে ফাগুন সন্যাসী সৌরভে।
মাটির বুকে জন্মেছিলো শ্যামল ভালোবাসা
উল্টোরথে চড়েও আমি ছাড়বো নাকো আশা
শাপলা-শালুক ভেসে বেড়ায় আমার পদ্মবুকে
দুঃখের গরল হচ্ছে সরল যুগের ছদ্মসুখে।