আলিফ-উল শরীফ (শাফি)
ভুলকে আজ দাও ছুটি
বিবাদকে আজ দাও বিদায়।
মনকে আজ শুদ্ধ করো,
শত্রুকে আজ বন্ধু করো।
এই সময় এই ক্ষণ,
পাবে তুমি কতক্ষণ
আসো তবে হাত মিলাই,
মনের সাথে মন মিলাই
ভালোবাসায় ধন্য হোক জীবন,
শুভ হোক তোমার আমার নববর্ষ।
আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে,
নবরূপে পহেলা বৈশাখ।
আজ শুধুই ভালোবাসার উজানে,
বাঙালির বর্ষবরণ নানা আয়োজনে,
কলার পাতায় ইলিশ পান্তা,
ঈসান কোনে মেঘের বার্তা,
আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে
নতুন সাজে, নতুন গানে শুভ হোক তোমার আমার পহেলা বৈশাখ।
লেখক : পুলিশ পরিদর্শক মোঃ শরীফ-উল ইসলাম-এর সন্তান
0 Comments