শামীমা বেগম বিপিএম, পিপিএম
ডিআইজি, বাংলাদেশ পুলিশ
পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবার
এক মহাবিস্ময় আজ পদ্মা সেতু।
প্রমত্ত স্রোতস্বিণী পদ্মার চেয়েও
অদম্য সাহসী দুর্বার বেগবান
স্বপ্নজয়ী প্রজ্ঞাময়ী,
সৃদৃঢ় নেতৃত্বে, অটুট মনোবলের
বিশ্বনন্দিত দৃষ্টান্ত আমাদের
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মহাবিস্ময় তিনি
দেশের সীমানা পেরিয়ে বিশ্ব মানচিত্রে।
স্বপ্ন তাঁর আসমুদ্র হিমাচল ছাড়িয়ে
দৃঢ় আত্মবিশ্বাস, আত্মমর্যাদা,
আস্থা ও প্রতিজ্ঞায় অটল প্রতিনিয়ত,
নিজ দেশের অর্থায়নে নির্মিত পদ্মা সেতু
আজ তাই মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে
এক দৃশ্যমান মাইলফলক পৃথিবীর বুকে।
স্বপ্ন পূরণের যাদুকর তুমি
পৃথিবীর বুকে সগৌরবে
মাথা উঁচু করে দাঁড়াবার
এক বিস্ময় পদ্মা সেতু আজ
দক্ষিণবঙ্গের কোটি মানুষের লালিত স্বপ্ন
আজ দৃশ্যমান তোমার সাহসী নেতৃত্বে।
এ শুধুমাত্র একটি সেতু নয়
অনন্য সেতু বন্ধন,
কোটি মানুষের স্বপ্ন ফসল,
চোখের কোণে প্রদীপ্ত যেন
এক সফেদ সমুদ্র সফল।
বিশ্বব্যাংকের মিথ্যা অপবাদ আর
কতিপয় দেশ শত্রুর ষড়যন্ত্র ভেদ করে
নিজ অর্থায়নে নির্মিত স্বপ্ন সেতু
আজ বিস্ময়ে পলকহীন, বাকহীন তারা
চ্যালেঞ্জ দিয়েছিল যারা
আত্মমর্যাদা আর স্বকীয়তায়
মাথা উচু করে দাড়াবার স্বপ্ন আজ,
স্বমহিমায় ভাস্বর তরঙ্গায়িত পদ্মায়
এক সফল বিজয়গাথা।
রাজধানীর সাথে ২১ জেলার মেলবন্ধনে
এপার ওপারের মানুষকে করেছে একাকার।
এ সেতুবন্ধনে ঘুচেছে দূরত্ব সময়সীমার।
অর্থনৈতিক উন্নয়ন ও যাতায়াত ব্যবস্থায়
সূচিত হলো বৈপ্লবিক এক পরিবর্তনের যাত্রা।
বিশ্বের দীর্ঘতম ট্রাস সেতু
যার দৈর্ঘ্য ৬.১৫০ কিলোমিটার, প্রস্ত ১৮.১০ মিটার, সুগভীর তলদেশে
৪২ টি পিলার ধারণ করেছে ৪১টি স্প্যান
দৃষ্টিনন্দন নকশায় আজ উদ্ভাসিত
আমাদের পদ্মা বহুমুখী সেতু।
অনন্য গৌরবের স্বপ্ন উন্মোচন হয়েছে আজ
পদ্মার তরঙ্গায়িত ¯্রােতের মতোই বেগবান
তোমার আকাক্সক্ষা আর স্বপ্ন পূরণের অঙ্গীকার,
দুর্দমনীয় উন্নয়নের অভিযাত্রা।
তাই পদ্মার বুকে আজ দৃশ্যমান পদ্মা সেতু,
কোটি বাঙালির প্রাণের স্বপ্ন
আজ সাফল্যের মুকুটে স্বপ্ন পলক রচে
পৃথিবীর মানচিত্রে অনন্য নকশায়
স্বমহিমায় উদ্ভাসিত, নান্দনিক চিত্রপটে।
স্বপ্ন পূরণের জয়গানে আজ
মুখরিত কোটি বাঙালির প্রাণ,
তুমি করেছো স্বপ্ন সফল,
অপরাজেয় বিশ্বনন্দিত নেতা
পরম মমতাময়ী শেখ হাসিনা।
অমানিশা কাটিয়ে আশাময়ী আলোকবর্তিকা তুমি
অনন্য প্রেরণার উজ্জ্বল বাতিঘর।
দূরের নক্ষত্ররাজি অবাক বিস্ময়ে
তাকিয়ে দেখে আজ
দেদীপ্যমান জ্বলজ্বলে
পদ্মার বুক চিরে আলোক বাতি।
সেতু নির্মাণের পেছনের হাজারো প্রতিবন্ধকতা,
দুঃখ-বেদনার ইতিহাস,
ষড়যন্ত্র হয়েছে আজ অতীত।
আজ জেগেছে নতুন প্রভাত সূর্য,
নবকিরণে নতুন স্বাপ্নিক উচ্ছ্বাস।
অভিবাদন মাননীয় প্রধানমন্ত্রী
অভিনন্দন নিবেদিতপ্রাণ
নিরন্তর মেধা ও শ্রমে সেতু নির্মাণের
সুদক্ষ কুশলিবগণ।
আজ পদ্মা আমাদের
অস্তিত্বের সগৌরব গাঁথা অহঙ্কার
পদ্মা সেতু মানে কোটি বাঙালির
সফল স্বপ্ন সোপান,
অবাক বিশ্ব আজ অবাক নিষ্পলক।
হার না মানার প্রতিজ্ঞা যার চেতনায়
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির যোগ্য উত্তরসূরি
বঙ্গবন্ধুর কন্যা জয়তু শেখ হাসিনা।
তাঁর স্বপ্নের সফল বাস্তবায়ন পদ্মা সেতু
পদ্মার বুক চিরে আজ পৃথিবীর মানচিত্রজুড়ে
সক্ষমতা আর ঘুরে দাঁড়াবার,
আরো এক কালোত্তীর্ণ মাইলফলক।
পদ্মা সেতু নির্মাণের স্বপ্নবীজ অঙ্কুরিত হলো,
দৃশ্যমান হলো আজ তোমার যাদুকরী স্পর্শে
কোটি বাঙালি প্রাণ আজ উচ্ছ্বসিত
আবেগ আপ্লুত আনন্দ হর্ষে।
অদম্য স্বাপ্নিক অভিযাত্রায়
জেগেছে মহাকাব্যিক এই পদ্মা সেতু।
স্বপ্ন বাস্তবায়নে এক জীবন্ত উপাখ্যান,
কিংবদন্তি, ফিনিক্স পাখি তুমি,
অদম্য সাহসিকতার অনন্য দৃষ্টান্ত।
চির প্রত্যয়ী, অন্তহীন দেশপ্রেমের
নিত্য অনুপ্রেরণাময়ী তুমি।
সব হারিয়ে কিছু আর হারাবার নেই তাঁর
দেশকে ভালোবেসে মানুষকে ভালোবেসে,
আছে স্বপ্ন পূরণের দৃপ্ত অঙ্গীকার।
যার ধমনীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
বঙ্গবন্ধুর চেতনা আর দেশপ্রেমের রক্ত বহমান।
অনন্য তিনি স্বমহিমায়, তেজস্বিনী সূর্য সমান।
তাই বাঙালি জাতি হয়েছে সৌভাগ্যবান।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃপ্ত অঙ্গীকার
অতঃপর রূপকল্প ২০৪১, ডেল্টা পরিকল্পনা।
তাঁর সুদৃঢ় প্রজ্ঞা প্রত্যয়ে জেগে উঠে
উত্তাল পদ্মায় স্বপ্ন সেতু,
অবাক বিস্ময়ে জেগে ওঠে বাংলাদেশ।
অবাক বিশ্ব তাকিয়ে দেখে পদ্মা সেতু
দেখে সগৌরবের সোনার বাংলাদেশ।
স্বপ্ন আর সংকল্প আজ
শুধুই ক্রমাগত সামনে এগিয়ে যাবার।
বেঁচে থাক পদ্মা সেতু, স্বমহিমায় সগৌরবে
এগিয়ে যাক বাংলাদেশ অনন্য উচ্চতায়,
সাবাস বাংলাদেশ
সাবাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।