মোঃ এনায়েত করিম
পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য ব্রিটিশ আমল থেকে চলমান বিদ্যমান পদোন্নতি পরীক্ষায় বেশ কিছু সীমাবদ্ধতা ছিলো। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)-এর নির্দেশে অভ্যন্তরীন সেবা সহজীকরণ ও প্রাতিষ্ঠানিক পেশাদারিত্বের ভিত্তিতে উত্তরণের উপায় হিসেবে ২০২০ সাল হতে নতুন পদ্ধতিতে পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা চালু হয়েছে।
পরীক্ষার সিলেবাস
১৯৯১ সালের পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অনুমোদিত সিলেবাস ও পুলিশ হেডকোয়ার্টার্স হতে জারীকৃত নির্দেশনাবলি অনুযায়ী নিম্নোক্ত আইনসমূহ হতে MCQ এবং লিখিত প্রশ্ন করা হয়ে থাকেঃ-
১. পিআরবি (Police Regulation of Bengal-1943)
২. সাক্ষ্য আইন (Evidence Act-1872)
৩. পেনাল কোড (Penal Code-1860)
৪. ফৌজদারী কার্যবিধি (Code of Criminal Procedure-1898)
৫. পুলিশ আইন (The Police Act-1861)
৬. Minor Acts.
বহুনির্বাচনী পরীক্ষা (MCQ)
বিভাগীয় পদোন্নতি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ MCQ পরীক্ষা। কারণ MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্র্থীরাই লিখিত পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ করবে।
উপরোক্ত আইনসমূহ হতে ৫০টি বহুনির্বাচনি (MCQ) প্রশ্ন থাকবে
৫০টি প্রশ্নের মান সমান (১×৫০=৫০)
- পরীক্ষার সময় ৩০ মিনিট; (পাশ নম্বর শতকরা ৬০% বা ৩০)
- কোন প্রশ্নের উত্তরের অপশনে ২টি উত্তর নেই। অর্থাৎ প্রতি প্রশ্নের ৪টি অপশনে ১ টি সঠিক উত্তর থাকবে।
- ভুল উত্তরের জন্য কোন মার্ক কাটা যাবে না (Negative Marking নেই); অর্থাৎ সকল প্রশ্নের উত্তর দেয়া যাবে।
- প্রশ্নের নমুনাঃ
প্রশ্নঃ হৈচৈ বিজ্ঞাপন কখন প্রেরণ করা হয়?
ক) খুন হলে খ) গ্রামবাসি ঝগড়া করলে
গ) ডাকাতি হলে ঘ) চুরির ঘটনা ঘটলে
উত্তর (গ)
নম্বর বন্টন
২০২০ সালের পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীগণের পদোন্নতি পরীক্ষার নম্বরবন্টন ছিল নিম্নরূপঃ
কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিঃ)
মোট নম্বর: ১২৫
১. আইন ও বিধি (পুস্তকসহ) ৫০
২. আইন ও বিধি (পুস্তক ব্যতীত) ৫০
৩. প্যারেড ০৫
৪. চাকরির খতিয়ান ১৫
চাকরির দৈর্ঘ্য -০৫ নম্বর (প্রতি দুই বছর চাকরির জন্য ০১ নম্বর)
ও পুরস্কার ১০
৫. পরীক্ষার্থী নায়েক হলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে ০৫
* বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষায় প্রাপ্ত নম্বর এতদ্সঙ্গে যোগ হবে না।
এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ)
মোট নম্বর: ১৫০
১. আইন ও বিধি (পুস্তকসহ) ৬০
২. আইন ও বিধি (পুস্তক ব্যতীত) ৬৫
৩. প্যারেড ০৫
৪. চাকরির খতিয়ান ২০
চাকরির দৈর্ঘ্য -০৫ নম্বর
(প্রতি দুই বছর অফিসিয়েটিং চাকরির জন্য ০১ নম্বর)
ও পুরস্কার ১৫
* বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষায় প্রাপ্ত নম্বর এতদ্সঙ্গে যোগ হবে না।
বিগত বছরের প্রশ্ন
২০২০ সালে অনুষ্ঠিত কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিঃ) এর আইন ও বিধি (পুস্তক ব্যতিত) এবং ২০২০ সালে অনুষ্ঠিত এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) এর আইন ও বিধি (পুস্তক ব্যতিত) পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায় সিলেবাসের আইনসমূহ হতেই প্রশ্ন করা হয়েছে।
লিখিত পরীক্ষার ধরন বোঝার জন্য নমুনা হিসেবে পরের পাতায় প্রশ্ন দুটি দেওয়া হলোঃ
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২০
এএসআই(নিরস্ত্র) হতে এসআই(নিরস্ত্র) পদ
বিষয়: আইন ও বিধি (পুস্তক ব্যতীত)
পূর্ণমানঃ ৬৫ সময়ঃ ৩ ঘন্টা
(সংশ্লিষ্ট আইনের ধারা এবং বিধি উল্লেখপূর্বক সকল প্রশ্নের উত্তর দিতে হবে। সকল প্রশ্নের মান সমান)
১। (ক) খুন করলে কি অপরাধ হয়? কি কি কারণে খুন অপরাধ নয় উল্লেখ করুন।
(খ) ‘ক’ অবিবাহিতা ২৫ বছর বয়স্ক একজন মহিলা, ১৪ বছর বয়স্ক বালক ‘খ’ কে তার সাথে যৌনসঙ্গম করতে বাধ্য করল। ‘ক’ এর অপরাধ ব্যাখ্যা কর।
(গ) ‘ক’ ‘খ’- কে মিথ্যা সাক্ষ্য দানের জন্য পরোচিত করে। এ ক্ষেত্রে ‘খ’ মিথ্যা সাক্ষ্য প্রদান করেন নাই। ‘ক’ এর অপরাধ ব্যাখ্যা করুন।
২। (ক) পুলিশ হেফাজতে থাকা আসামি পরিবহণের সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত তা বর্ণনা করুন।
(খ) নারী আসামি গ্রেফতার হলে গ্রেফতার পরবর্তী করণীয় আলোচনা করুন।
(গ) চুরি মামলার তদন্তকারী কর্মকর্তা চোরাইমাল উদ্ধারের জন্য জনৈক আবদুল্লার বাড়ি তল্লাশিকালে আলমিরার ভিতর লাইসেন্সবিহীন একটি রিভলবার পান এবং চোরাইমাল উদ্ধার করেন। এ ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার কর্তব্য ও দায়িত্ব কি হবে তা সংশ্লিষ্ট আইন ও বিধির আলোকে ব্যাখ্যা করুন।
৩। (ক) পুলিশ হেফাজতে মৃত্যু হলে কি ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে তা আলোচনা করুন।
(খ) খুলনা জেলার একটি স্থানীয় পত্রিকা কোনো একটি ধর্ষণ ঘটনার ধর্ষিতার ছবিসহ প্রতিবেদন প্রকাশ করে। এ ক্ষেত্রে প্রতিবেদকের বিরুদ্ধে আইনানুগ কি ব্যবস্থা গ্রহণ করা যাবে তা আলোচনা করুন।
(গ) বেওয়ারিশ সম্পত্তি পুলিশ হেফাজতে নেওয়ার আইনগত ভিত্তি ব্যাখ্যা করুন।
৪। (ক) সমর্থনমূলক সাক্ষ্য কি? তদন্তকালে প্রকাশিত ঘটনাকে জোরালো করার জন্য সাধারণত কি কি ধরনের সমর্থনমূলক সাক্ষ্য সংগ্রহের প্রয়োজন হয়?
(খ) হত্যা মামলার বিচারের ক্ষেত্রে টিআই প্যারেড বা শনাক্তকরণ মহড়ার রির্পোট কিভাবে প্রসঙ্গিক হবে?
(গ) পূর্ববর্তী দ- আদালতে কখন প্রাসঙ্গিক হবে? পূর্ববর্তী দন্ড প্রমাণের পদ্ধতি আলোচনা করুন।
৫। (ক) সরকার কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্রে লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করতে পারেন?
(খ) শারীরিকভাবে বিকলাঙ্গ কোনো এক ব্যাক্তির নিকট হতে পুলিশ অফিসার মাদকদ্রব্য উদ্ধার করল। এ ক্ষেত্রে উক্ত ব্যাক্তির জামিন সংক্রান্ত আইনগত ভিত্তি আলোচনা করুন।
(গ) বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক নারী বা পুরুষের বয়স প্রমাণের জন্য কি কি দলিল আইনগত প্রমাণক হিসাবে বিবেচিত হবে?
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২০
কনস্টেবল/নায়েক হতে এএসআই(নিরস্ত্র)পদ
বিষয়: আইন ও বিধি (পুস্তক ব্যতীত)
পূর্ণমানঃ ৫০ সময়ঃ ২ ঘন্টা
(সংশ্লিষ্ট আইনের ধারা এবং বিধি উল্লেখপূর্বক সকল প্রশ্নের উত্তর দিতে হবে। সকল প্রশ্নের মান সমান)
১। (ক) আদালত কখন সমনের পরিবর্তে পরোয়ানা ইস্যু করতে পারে- ফৌজদারি কার্যবিধির আলোকে আলোচনা করুন।
(খ) আইনসংগত হেফাজত থেকে আসামি পালায়ন করলে পুলিশ অফিসারের করণীয় সম্পর্কে আলোচনা করুন।
২। (ক) ‘ক’ চুরির উদ্দেশ্যে একটি বাড়িতে রাতের আঁধারে প্রবেশ করল। বাড়ির মালিক জেগে উঠায় ‘ক’ চুরি না করে পালিয়ে গেল। ‘ক’ এর অপরাধ ব্যাখ্যা করুন।
(খ) এসআই রহিম সঙ্গীয় ফোর্সসহ আসামি গ্রেফতারের সময় জব্বার নামক একজন বেসরকারি লোকের সাহায্য দাবি করল। জব্বার
ইচ্ছাকৃতভাবে সাহায্যে প্রদানে অপারগতা জ্ঞাপন করল। জব্বারের অপরাধ কি ব্যাখ্যা করুন।
৩। (ক) ফটোগ্রাফি ও ভিডিও কিসের ভিত্তিতে এবং কোন আইনে সাক্ষ্য হিসাবে বিচারিক আদালতে গ্রহণযোগ্য হবে?
(খ) রুস্তুম নামক জনৈক ব্যক্তি তার বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে উক্ত মামলার মূল আসামী বাদশা চেয়ারম্যানের নিকট হতে ১,০০,০০০ টাকা নগদ গ্রহণ করে ঘটনার সাথে নিরপরাধ তোতা মিয়ার সংশ্লিষ্টতা আছে মর্মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করল। রুস্তুমের জবানবন্দি আদালতে প্রাসঙ্গিক হবে কিনা তা সংশ্লিষ্ট আইনের ভিত্তিতে আলোচনা করুন।
৪। (ক) মাদারীপুর জেলার মোস্তফাপুর মোড়ে জনৈক ব্যবসায়ী দীন মোহাম্মদ তার ছেলের খতনা অনুষ্ঠান উপলক্ষে রাস্তার উপর গরু জবাই করল। উক্ত ব্যবসায়ী কি ধরনের অপরাধ করেছেন তা ব্যাখ্যা করুন।
(খ) পুলিশ আইন ১৮৬১ অনুযায়ী পুলিশ অফিসার সভা-সমাবেশ নিয়ন্ত্রণে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন?
৫। (ক) ধর্ষণের ফলে জন্মগ্রহনকারী শিশুর পিতৃত্বের দায় কিভাবে নিরূপিত হবে?
(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী পরোয়ানা ব্যতীত তল্লাশি পরিচালনার জন্য কারা ক্ষমতাপ্রাপ্ত? এ আইন অনুযায়ী পরোয়ানা ব্যতীত তল্লাশি পরিচালনার পদ্ধতি বর্ণনা করুন।
লেখক : সহকারী পুলিশ সুপার, ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়।