দেওয়ান লালন আহমেদ
পুলিশ সুপার
এসেছিল লগ্ন আকাশে বাতাসে ভেসে
ফুটেছিল স্বপ্ন ঘাস ফুলে নক্ষত্রের তলে,
অমিত সুখ বয়ে এনেছিলে
হয়ত এভাবে চলে যাবে বলে।
চলে যাওয়া বিষণ্ন হাওয়া অনন্তের টানে
অথচ এর মানে শেষ নয় এখানেই শুরু,
প্রণতি তোমায় মিনতি জানাই
বুকের ভেতরে স্নায়ুর গভীরে
সীমাহীন অন্তলীন তর্পণ গুরু।
অমল অনুভব জ্বলজ্বলে সব
বেদনার আঁখরে,
অম্বরের উত্তুঙ্গে নক্ষত্রের সঙ্গে
ওইখানে তোমার ঘরে।
হে গুণমনি আচার্য
আশিসটুকু শিরোধার্য
মরণ অনিবার্য,
এর মানে নয় শেষ এখানেই শুরু,
প্রণতি তোমায় মিনতি জানাই
বুকের ভেতরে স্নায়ুর গভীরে
সীমাহীন অন্তলীন তর্পণ গুরু।
পরিকীর্ণ অশ্রুজলে আনত দিঠি
শ্রদ্ধার্ঘ অতলে লেখা সারৎসার চিঠি
দিলাম অনন্তের ঠিকানায় অশ্রু বয়ে যায়
এর মানে নয় শেষ এখানেই শুরু,
প্রণতি তোমায় মিনতি জানাই
বুকের ভেতরে স্নায়ুর গভীরে
সীমাহীন অন্তলীন তর্পণ গুরু।
0 Comments