শাহরুবা চৌধুরী
কবি
বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ আমরা তুলছি গড়ে
রাজাকাররা দিয়েছিলো যেদেশ ধবংস করে।
দেশটি করবো তথ্যভিত্তিক প্রযুক্তি নির্ভর
বাদ যাবেনা একটি লোকও হতে স্বয়ম্ভর।
দু’হাজার একুশ সালে উন্নতদের মতো
মধ্যম আয়ের দেশটি রূপে করবো পরিণত।
মুক্তিযুদ্ধের উদ্দেশ্য-চেতনা বাস্তবায়ন করে
তাড়িয়ে দিবো দারিদ্রতা চিরদিনের তরে।
উন্নত এক জাতিরূপে আমরা বিশ্বের বুকে
বাঁচতে পারবো নিরাপদে পরম শান্তি সুখে।
বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন গড়তে চাই
শেখ হাসিনার পাশে সবাই এসো কাজ করে যাই।
0 Comments