আতিক আজিজ
কবি
বঙ্গবন্ধু, তোমার সবুজ শ্যামলিমা আমার প্রাণের লাবণ্য
প্রতিদিনের অহংকার
তোমার অবারিত সুন্দর আমার অনুভব চেতনার।
তোমার বুক জুড়ে হাজার নদীর কলতান
গাছে গাছে পাখির কাকলী, বাতাসে ফুলের সৌরভ
আর মাঝি মাল্লার দরাজ কণ্ঠের ভাটিয়ালি
আমার সত্তা জুড়ে প্রতিদিন ফোটে ওঠে
স্বপ্নের রঙিন দীপাবলী।
বঙ্গবন্ধু, তুমি আমার আত্মার আনন্দ জয়গান
তুমি আমার প্রাণ থেকে উৎসাহিত ভালোবাসার সঞ্জীবনী উপাখ্যান।
তোমার এই রূপের পসরা কেড়ে নিতে চায় কোন হায়েনা
তোমার আঁচল যখন কেউ করতে চায় ভুলুণ্ঠিত
তোমার অস্তিত্ব যখন হয়ে ওঠে শ^াপদসংকুল ঘেরা সংকটাপন্ন
তখন আমরা, তোমার এই দামাল সন্তানেরা প্রতিবাদে ফেটে পড়ি
ঘৃণায় ক্ষোভ, ব্যথায় বারুদে আমরা জ¦লে উঠি এক সাথে
কপালে গামছা কোমরে কার্তুজ হাতে রাইফেল নিয়ে ছুটে যাই
রণাঙ্গণ থেকে রণাঙ্গণে
শত্রু হননের অদম্য জিঘাংসায়।
বঙ্গবন্ধু, তোমার সম্মান আমাদের জীবনের চেয়েও মূল্যবান
তোমার সাথে আমাদের আজন্ম ভালোবাসা
বিনে সুতোর মালার মতো একাকার
তাই জীবনে মরণে প্রতিটি ক্ষণে ক্ষণে
তুমি আমার আমি তোমার এ যেন আমাদের
পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার অহংকার।
0 Comments