কাজী জিয়াউদ্দিন
অতি: ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স
হাসতে পারি না গাইতে পারি না
এমন গোলামীপনা
দুইশ বছর দুষ্টু বেনিয়া
হয় নি তো বনিবনা
আরেক জান্তা কণ্ঠ চেপে
কেড়ে নেয় মোর ভাষা
আমার মাটির নির্যাস নিয়ে
খেলছে সর্বনাশা
ভাই ডেকে পেতেছে ফাঁদ
বানিয়েছে মোরে দাস
নতুন লংকায় নতুন রাবন
কেড়েছে মুখের গ্রাস
কণ্ঠ চেপে রক্তচুষে ফেলেছে
গভীর খাদ
ত্রিশুলে আজ বিদ্ধ হলো
স্বপ্ন মাখা চাঁদ
রক্ত নিয়ে খেলেছে হোলি
জান্তা শকুনে ভরা
আমার মায়ের হাসি
যে আজ কান্না দিয়ে মোড়া
অসুর দানব হাসতে হাসতে
ফেলেছে মোদের লাশ
পূর্ববাংলার মানুষগুলো
পশ্চিমের হলো দাস
জান্তারা তো ভেবেই বসে
আমরা অতি সরল
বাংলা মায়ের দামাল ছেলে
ঢালতে পারে গরল
বালিয়ারি ভেঙে দিল দামাল
ছেলের স্রোত
ভস্ম হয়ে বুঝলো শকুন
সরল প্রাণের ক্রোধ
উর্দি পরা জান্তারা সব
যুগের নতুন আর্য
মাটির মানুষ ভেঙে দিল
উদ্ধৃত কৌমার্য
মাটির মানুষ মাটির আয়ুধ
হাতে মাটির ঢেল, মাটির মায়ায়
প্রাণ দিয়েছে এনেছে বিজয় মেলা
মাটির মাঝে কান পেতে শুনি
মুজিব কণ্ঠের মেঘমন্দ্রিত গর্জন
ভোরের হাওয়ায় পাখা মেলে
এসেছে বিজয় সাত রাজার ধন
বঙ্গবন্ধুর কণ্ঠে ছিল ইমন কল্যাণ রাগ
কণ্ঠের যাদু সুরের লহরী বাঙালির মনোবিহাগ
জোর্তিময় এই মহামানবের বির্মূত ভালোবাসা
রক্ত ঋণ যে শুধুতে হবে বিজয়ের প্রত্যাশা
ঝলমলে এক জলের আরশিতে বঙ্গবন্ধুর হিরন্ময় মুখ
ঐ মুখপানে বিম্বিত আছে বাঙালি জাতির সুখ
বঙ্গবন্ধু, সত্য ন্যায়ের অনন্য প্রতিভাস
সাম্য মুক্তি শান্তির চির ভাস্বর ইতিহাস
বঙ্গবন্ধুর মাথার চেয়ে উঁচু নয়তো আকাশ
শেকর থেকে শেখরের পানে বাঙালি জাতির বিকাশ।
0 Comments