এস্কেন্দার আলী বিশ্বাস
মায়ের শাসন মিশ্র দাওয়া
বকার সাথে চুমো খাওয়া
মায়ের শাসন একটু গরম
শিশির ভেজা দুর্বা নরম।
মায়ের শাসন কথার বুলি
ফাঁকা গুলির মধুর বুলি
মায়ের শাসন মিঠাকড়া
লাঠি হাতে হঠাৎ তাড়া।
মায়ের শাসন মায়া মাখা
মানুষ হওয়ার স্বপ্ন আঁকা
মায়ের শাসন জীবন ভর
ঊষার প্রাতে রবির কর।