মোহাম্মদ ইলইয়াছ
কবি
আমাদের কি নেই? আমাদের আছে মাতৃভূমির স্বরাজ
মানচিত্র, স্বদেশের এঁটেল মাটি, হাজারো বহতা নদী
পাহাড়-পর্বত- টিলা, বনরাজি দক্ষিণের প্রবাহমান সাগরজল
সমতলের-ধানি খেত, দিগন্তব্যাপী অসীম নীল আকাশ।
আমাদের কি নেই? আমাদের আছে শান্ত শ্যামল প্রকৃতি,
ঘর-গেরস্থি, জলথইথই পুকুরঘাট, টিয়ে-দোয়েলের ডাক
আম-জাম, গুবাক তরুর সারি ও তাল-নারকেল বৃক্ষ
বটের শান্ত ছায়া, বনডুমুর, কাঁঠাল ও কনকচাঁপার সবুজ ঝাড়।
আমাদের কি নেই? আমাদের আছে মাতৃ কণ্ঠের জবান
আদিগীতি চর্যাপদ, মঙ্গলকাব্য, রাধা- কানুর পদাবলি
রবীন্দ্র- নজরুল সঙ্গীত, লালন- হাসানের ঐশী ও মরমী গান
জসীমের পল্লীগাথা, মহুয়া, মলুয়া- মদিনার বিরহ কাহিনী।
আমাদের কি নেই? আমাদের আছে ঈদ-পূজোর মেলবন্ধন
নববর্ষের মঙ্গলশোভাযাত্রা, বড়দিন ও বৈশাখী পূর্ণিমা
একুশ সাতই জুন ও মার্চের স্মৃতি এবং একাত্তরের মহাসমর
আমাদের আরো আছে মুক্তিদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ‘আমি কী ডরাই সখি ভিখারি রাঘবে’
0 Comments