মোহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম
পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা
অন্যায়, অবিচার, অত্যাচার, বঞ্চনা, শোষণের বিরুদ্ধে
এক রক্তিম, বর্ণিল, স্বর্ণালী কবিতা রচ্ছে তুমি একাত্তরে
বুকে তোমার রক্তের দাগ, শত হায়েনার হিংস্রতা
কত সন্তান তোমার সেদিন প্রাণ দিল অকাতরে।
সেদিন হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটে ঝাঁপিয়ে পড়লো
নিয়ে বুলেট, ভারি অস্ত্র, মর্টার, ট্যাংক, হেভি মেশিনগান
প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের ডাক দিল সেই মুহূর্তে
তোমার শত শত প্রশিক্ষিত অসীম সাহসী বীর সন্তান।
পুলিশ সদস্য শাহাজাহান, আবু শামা, আলী, মনির, মালেক, মতিন
সোনার হরফে লেখা আরো কত শত নাম মুক্তির ইতিহাসে
তাদের দেখানো পথে দৃপ্ত শপথে পথ চলি মোরা চিরকাল
মাথা উঁচু করে, গর্বে এই মাটি ও মানুষকে ভালোবেসে!
রাজারবাগ তুমি পুলিশের রাজধানী, মোদের তীর্থভূমি
আমাদের গর্ব, অহংকার, সম্মান, আবেগ, পরিচয়
তুমি শেখাও সঙ্কটে, দুর্যোগে বারবার আমাকে, আমাদেরকে
মাতৃভূমির জন্য শত্রুর বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়!
ধন্য তুমি রাজারবাগ, একাত্তরের পঁচিশে মার্চের কাল রাতে
দানবের সাথে অসম যুদ্ধে লিখেছ তুমি এক অমর কাহিনী
দেখালে মুক্তির লড়াইয়ে, সংগ্রামে, মানুষের অধিকার রক্ষায়
কখনো পিছিয়ে থাকে না এই ভূমির পুলিশ বাহিনী।
0 Comments