মোঃ আজমীর-উল শরীফ (উষ্ণ)
রমজান বলতে বুঝায়
কত না খুশির দিন
ত্রিশ দিনের এই সফরে
সকলেই আমরা মুমিন।
জীবনটাকে পাপ মুক্ত
করতে সরল সোজা
মহান আল্লাহ পূণ্য ভরে
দিয়েছেন ত্রিশ রোজা।
ত্রিশ রোজার ত্রিশ ফরজ
শোনেন মুমিন বান্দা।
নিয়ামত পেতে বন্ধ করুন
মন্দ সকল ধান্দা।
কোরআন পড়ুন, নামায পড়ুন
রাখুন ত্রিশ রোজা।
কাঁধ থেকে নেমে যাবে
পাপের সকল বোঝা।
লেখক : পুলিশ পরিদর্শক মোঃ শরীফ-উল ইসলাম-এর সন্তান
0 Comments