ডিটেকটিভ ডেস্ক
ময়মনসিংহ রেঞ্জ
০৯ মে ২০২২ খ্রি. ময়মনসিংহ রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিটের পুলিশ সদস্যদের জন্য ‘পুলিশ লাইন কেন্দ্রিক পুলিশ সদস্যদের প্রশিক্ষণ’ সংক্রান্ত ভিডিও কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম, অ্যাডিশনাল আইজিপি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ মহোদয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা, সৈয়দ হারুন অর রশীদ, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ অফিস, ময়মনসিংহসহ রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উক্ত সভায় ময়মনসিংহ রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগণ ও অন্যান্য পুলিশ ইউনিটের প্রধানগণ ভার্চুয়ালি কানেক্টেড ছিলেন।
সিলেট রেঞ্জ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে ঘোষণা করেছিলেন, ‘বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না’। প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার বাস্তবায়নে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের উদ্যোগে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করেছে বাংলাদেশ পুলিশ। এ কর্মসূচির আওতায় বাংলাদেশের ৫১৯টি থানায় ৫২০টি ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দৃষ্টিনন্দন প্রতিটি ঘর পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি। এরই অংশ হিসেবে হবিগঞ্জ জেলার ০৯টি থানায় ০৯টি গৃহহীন পরিবারকে ০৯টি ঘর উপহার দেয়া হয়। গত ১০ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন হতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন। ১ মে ২০২২ খ্রি. জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহোদয়ের সভাপতিত্বে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম মহোদয় আনুষ্ঠানিকভাবে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি ও কাগজপত্র হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ০৬নং মিরপুর ইউপিস্থ বসিনা সাকিনের বাসিন্দা সুবিধাভোগী সিমু আক্তার (৩৭), পিতা-আব্দুল মতিন এর নিকট হস্তান্তর করেন। এ সময় তিনি সুবিধাভোগীর হাতে ভবিষ্যতে জীবিকা নির্বাহের জন্য কিছু হাঁস-মুরগী ও ঈদ উপহার তুলে দেন। তাছাড়াও ডিআইজি, সিলেট রেঞ্জ মহোদয় শতাধিক দুঃস্থ ও সুবিধাবঞ্চিতদের হাতে ঈদ উপহার তুলে দেন। এ সময় তিনি বৃক্ষরোপন অভিযানেও অংশ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার (ইন্টেঃ এন্ড ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, সহকারি পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, অফিসার ইনচার্জ, বাহুবল মডেল থানা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বাহুবল সদর ও মিরপুরের ইউনিয়ন চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ, জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুর রেঞ্জ
পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, রংপুর অডিটোরিয়ামে রেঞ্জ দপ্তর, রংপুর কর্তৃক আয়োজিত ‘সার্কেল ও তদন্তকারী অফিসারের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয়। কর্মশালায় ডিআইজি, রংপুর মহোদয় সার্কেল ও তদন্তকারী অফিসারের দায়িত্ব ও কর্তব্যর বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং মুক্ত মতামত গ্রহণ করেন।
ঢাকা রেঞ্জ
৮ মে ২০২২ খ্রি. ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে ঈদ পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। এ সময় তিনি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং সকলের সাথে মতবিনিময় করেন। কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, সিভিল স্টাফ ও অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
রাজশাহী রেঞ্জ
১১ মে, ২০২২ খ্রি. রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে এপ্রিল ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। সভার শুরুতেই সভাপতি মহোদয় সার্বিক কার্যক্রমের উপর রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই, এসআই, ইন্সপেক্টর (তদন্ত), ওসি ও সার্কেল অফিসারদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। উল্লেখ্য এপ্রিল ২০২২ মাসে বগুড়া জেলা রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম), রাজশাহী রেঞ্জসহ রেঞ্জ কার্যালয়, রাজশাহীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বরিশাল রেঞ্জ
১০ মে ২০২২ খ্রি. এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বরিশাল রেঞ্জ মহোদয়ের সভাপতিত্বে বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল রেঞ্জের এপ্রিল/২০২২ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি মহোদয় বরিশালের অপরাধ ও আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা পূর্বক পুলিশ সুপারদের প্রয়োজনীয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও অপরাধ পর্যালোচনা সভায় এপ্রিল/২০২২ মাসের রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্, পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী জেলা; গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনের জন্য মোঃ সাজেদুল ইসলাম সজল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, পটুয়াখালী; রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার, ভোলা সদর সার্কেল, ভোলা; রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন, ভোলা সদর মডেল থানা, ভোলা; রেঞ্জের শ্রেষ্ঠ ডিবি অফিসার জনাব কাজী ওবায়দুল কবীর, এসআই(নিঃ), জেলা গোয়েন্দা শাখা, বরিশাল; রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, এসআই(নিঃ), ভোলা সদর মডেল থানা, ভোলা; রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার মোঃ আবুল বাসার, এএসআই(নিঃ), বরগুনা সদর থানা, বরগুনাসহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।