আরিফুল ইসলাম
পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
একটি সিদ্ধান্ত -পাল্টে দিল দিন,
একজনের সিদ্ধান্ত – বদলে গেল দেশ ।
শুধু তাঁরই ইস্পাত কঠিন সিদ্ধান্ত –
আমরাই করব -নিজেদেরই সামর্থ্যে
বিশ্ব দেখবে অবাক বিস্ময়ে ।
মাওয়া ঘাট যাওয়া সহজ
ওপারে নির্ভারে পার হওয়া
অতো সহজ কাজ নয় ।
প্রমত্তা পদ্মা নদীকে বশীকরণ
গহীনে তার বিয়াল্লিশ পিলার নির্মাণ
অতো সহজ কাজ নয় ।
খরস্রোতা, উত্তাল নদীকে শাসন করে
পদ্মার বুকে হবে দ্বিতল সেতু
অতো সহজ কাজ নয় ।
কাঁঠালবাড়ি ঘাট হতে ভাঙ্গা চৌদিকের মোড়
সে রাস্তা দেখেছি সদাই ভাঙ্গা চোড়া
এ পথে নিত্যানন্দে যাতায়াত
অতো সহজ কাজ নয় ।
এক বুক আশা আঠার কোটি জনের বুকে
এক স্বপ্ন আজ ছত্রিশ কোটি চোখে
যোগাযোগ সরাসরি একুশ জেলার চার কোটি মানুষের
সেতুতে সম্পৃক্ত-সম্প্রীতি হবে সারা দেশের সব জনের
সে আনন্দ আজ সবাই মনে ধরি ।
নিন্দুকের সব বচসা পিছনে ফেলে
কুচক্রীদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে
শুধু তাঁরই অটল সিদ্ধান্ত –
দেখালেন আমাদের সোনালী দিনের স্বপ্ন
তোমায় ঘিরে হে –
স্বপ্নের পদ্মা পারাপার
মহাসৃষ্টি প্রমত্তা পদ্মায়
স্বপ্নের যোগাযোগ
আজ তা স্বপ্নের এক্সপ্রেস ওয়ে।
মাওয়াঘাট হতে ওপারে জাজিরাঘাট দেই পারি
পেলাম যে সেতু চারলেনের
দেখি তা দৈর্ঘে প্রায় সাড়ে ছয় কিলোমিটার ।
জাতির জনকের সুকন্যার হাত ধরে –
“আমার টাকায় আমার সেতু
বাংলাদেশের স্বপ্নের সেতু
আমাদের পদ্মা সেতু”
তাঁরই সাহসের সোনালী ফসল
আমরা পেলাম স্বপ্নের পদ্মা সেতু
সারা দেশে এ যেন এক উদ্দীপনার গান
সোনার বাংলার দেখি রঙীন স্বপন
তাঁরই চোখে মোরা ভরে দুনয়ন ।