কাজী জিয়া উদ্দিন
ডিআইজি।
পরাণ মাঝে মধুর স্মৃতি কলকলিয়ে ছোটে
স্মৃতিগুলো গুনগুনিয়ে আমার নদীর ঘাটে
একটি করে স্মৃতি আসে আমার মানসপটে
কন্যা আমায় হাতছানি দেয় স্নিগ্ধ নদীর তটে।
সফেদ আকাশ উপর থেকে হচ্ছে যেন নিচু
আমার জিভে জল এনে দেয় স্মৃতির মিষ্টি লিচু
অন্তহীন এক সুখের স্মৃতি আমার ভিলাতে
সুখ যে আসে পাখির ডানায় প্রেম বিলাতে।
পরীরা সব আকাশপটে খুলছে অপেরা
মিষ্টি গানের সিম্ফনিতে আমরা সবার সেরা
কন্ঠাবধি অকুন্ঠ এক মগ্ন ভালোবাসা
কলকলিয়ে ছলছলিয়ে উদ্ভিন্ন আশা।
হঠাৎ করে নিঃসীম আঁধার স্বপ্ন দিলো ডুব
আমার পাশের মানুষগুলো কেমন যেন চুপ
চাঁদের কপালে দেয় সবাই মিলে টিপ
আমার ঘরে আমি এখন একলা নিঝুম দ্বীপ।
কে আছে আজ শুধবে এবার প্রাণভরনের দেনা
চারিপাশের মানুষগুলো হয়ে গেলো চেনা
সূর্য আমার মাথার কাছে দরজা তাহার খোলা
সুখপাখিটা গাছের ডালে মিষ্টি হাওয়ার দোলা।
যে দেয়ালেই চোখটি পড়ে দেখি যুগের ক্ষয়
তাই বলে কি দেখবো না আর নতুন বরাভয়
ফুলে ফলে ভরে ওঠে আমার বসতবাটি
এই বাটিতেই গড়ে নেবো ন্যায়ের সূর্যঘাঁটি।
নতুন কানন পল্লবিত সবুজ প্রান্ত বেলা
অরণ্য আজ খুলছে হৃদয় খেলছে আলোর খেলা।