কাজী জিয়া উদ্দিন
অতিরিক্ত ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
এক এক করে খুলছে আকাশ অকপটে দোর
সুবেহ সাদেক ফর্সা হলো দেখি পুষ্পিত ভোর
বন্ধ্যা আকাশ ফলবতী আজ ছুটছে জলের ধারা
সবুজ জমিন জলবতী হলো সুখের কপাট নাড়া।
আকাশের স্নান, আকাশের গান, মাটির চোখে জল
আকাশ মাটির মিতালী আজ আদিগন্ত কোলাহল।
উদ্বেলিত মননের পাখা শিহরিত মনোভূমি
মাটির মানুষ মাটির লাঙ্গল সোনার চেয়ে দামি
মনের মাঝে সঞ্চারিত ভালোবাসার ঢেউ
ভালোবাসার বসতবাটি খুঁজে নিবে কেউ।
একটি মনের একটি চরে একটি উদাস পাখি
বিস্মিত চোখে বিম্বিত হলো সরাব হাতে সাকী।
কণ্ঠ যখন উচ্চকিত হৃদয়ে প্রাণের প্লাবন
অনুভবে অঙ্কুরিত একটি হিমেল পবন
জলাবর্তে জলের মহা উদ্দাম উচ্ছ্বাস
আমার জীবন জলের জীবন প্রগাঢ় বিশ্বাস।
নভোনীল আকাশ নিজের শরীরে ভালোবাসার তুলি
বিশ্ববিবেক অঞ্জলি ভরে নতুন স্বপ্নগুলো।
0 Comments