কবিতা
কোন এক ২১ শে ফেব্রুয়ারি
সেলিনা হক কোন এক ২১ শে ফেব্রুয়ারি, আমি হেঁটে হেঁটে, আঁধার কেটে রাত্রির দ্বিপ্রহরে, পৌঁছে যাই শহীদ মিনারে। আমি অবাক হয়ে দেখি স্মৃতির মিনার আজ নতুন করে সেজেছে, আমার গরবিনী বর্ণমালা আজ ভাষামঞ্চে, লাল, নীল কত রঙ শোভা পাচ্ছে। সেখানে নজরুল, রবীন্দ্র জীবনানন্দ আর শামসুর রাহমানের নির্ভীক কবিতা পাঠের আসর …