কবিতা
মধুমতীর কন্যা তুমি: নদী বাংলার ঢেউ
মোহাম্মদ ইল্ইয়াছ তুমি হেঁটে গেলে আকাশের পবন দেবতা তোমার আঁচলে একমুঠো শান্ত হাওয়া ঢেলে দেয় তুমি যখন উদাসীন দুপুরে একা একা অদূরে বউটুবানীর নরোম শাক তোলো বিলের আইলে তখন আকাশে মেঘ পরিরা ছায়া দেয় দলবেঁধে। তুমি যখন মধুমতীর জলজ পাড়ে দাঁড়াও ময়ূরপঙ্খি বজরায় পাল ওড়ায় নবীন মাঝিরা- জোয়ারে ভাসতে থাকে …