কবিতা
হিমেল পবন
কাজী জিয়া উদ্দিন অতিরিক্ত ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। এক এক করে খুলছে আকাশ অকপটে দোর সুবেহ সাদেক ফর্সা হলো দেখি পুষ্পিত ভোর বন্ধ্যা আকাশ ফলবতী আজ ছুটছে জলের ধারা সবুজ জমিন জলবতী হলো সুখের কপাট নাড়া। আকাশের স্নান, আকাশের গান, মাটির চোখে জল আকাশ মাটির মিতালী আজ আদিগন্ত কোলাহল। উদ্বেলিত …