কবিতা
একুশের বিলাপ
রবিউল মাশরাফী একুশ এসেছে দু’চোখের কোনে শিশিরের ধারা; মন বিদীর্ণ করে অবশ শহর নরম সকাল হৃদয় সাগর ব্যথার জোয়ারে ভরে। শোকের চাদরে দেহ বেষ্টনে প্রভাতফেরির মৌন মিছিলে কত, ভেজা রাজপথ তপ্ত করেছি নগ্ন পদের রক্তাগ্নিতে শত। অমর একুশে গ্রন্থমেলাও করেছি অনেক বহুকাল ধরে দেশে ইত্যবসরে হয়নি প্রমিত; রক্তের দামে ভাষা …