ই-পেপার

নিউজ স্ক্রল

বৈঠা

এস্কেন্দার আলী বিশ্বাস বাংলাদেশ নদী মাতৃক দেশ। দেশের ৮০ ভাগ মানুষই সত্তরের দশকে জলপথে যাতায়াত করত। তাই অনেকেরই জীবন-জীবিকা ছিল নৌকার মাঝির পেশা। বাদল মাঝি তাদেরই সগোত্রীয়। বাদলের ভিটাবাড়ি ছাড়া হাঁস-মুরগি পালন করার মতো কোনো ঠাঁই ছিল না। একটি দোচালা ছনের ঘর, ছোট্ট একখানা রান্নাঘর। আর ছিল একটা গোয়াল ঘর।

ভালো লাগলে শেয়ার করে দিন :)

মায়ের শাসন

এস্কেন্দার আলী বিশ্বাস মায়ের শাসন মিশ্র দাওয়া বকার সাথে চুমো খাওয়া মায়ের শাসন একটু গরম শিশির ভেজা দুর্বা নরম। মায়ের শাসন কথার বুলি ফাঁকা গুলির মধুর বুলি মায়ের শাসন মিঠাকড়া লাঠি হাতে হঠাৎ তাড়া। মায়ের শাসন মায়া মাখা মানুষ হওয়ার স্বপ্ন আঁকা মায়ের শাসন জীবন ভর ঊষার প্রাতে রবির কর।

ভালো লাগলে শেয়ার করে দিন :)