কবিতা
জাতির পিতার স্মরণে
এস এম আক্তারুজ্জামান ডিআইজি, বরিশাল রেঞ্জ তোমাকে হারিয়েছি পিতা ১৯৭৫ সালে, কি হারিয়েছি তা বুঝতে পারিনি সেই শৈশবকালে। বাংলার মাঠে, বাংলার ঘাটে যেদিকেই তাকাই, তোমার বিজয়ের পতাকা সবখানে দেখতে পাই। ইতিহাসের প্রতিটি পাতায়, প্রতিটি শিক্ষায় দেখি তোমারই ছবি, কিভাবে তোমার বুকে হায়েনারা গুলি চালায় তাই শুধু ভাবি, তারা কি কোন …