কবিতা
স্বপ্ন দেখা – তোমাকে নিয়ে
জয়িতা শিল্পী গভীর রাতে ঘুম ভেঙে তোমাকে খুঁজি মাথার কাছে চুপচাপ বসে আছো, তোমাকে দেখি না। তোমার পড়ার টেবিলে নিসঙ্গতা বুকশেলফে সাজানো তোমার বই কালো ফ্রেমের চশমা, লেখার খাতা গীতবিতান, তোমার কার্ল মার্ক্স, টলস্টয় চারদিকে শুনশান নীরবতা কান পাতি নিস্তব্ধতায় কারো পায়ের শব্দ শুনিনা হঠাৎ আতঙ্কে কেঁপে ওঠে বুক মনে …
ভালো লাগলে শেয়ার করে দিন :)