কবিতা
একুশ আমার
ফরিদা পারভীন একুশ আমার ছেলেবেলা পুতুল পুতুল খেলা একুশ আমার ক্লান্তবেলা রাতে বাড়ি ফেরা। একুশ আমার রঙিন কৈশোর প্রথম দুরন্ত শৈশব একুশ আমার সুখের বাশর প্রথম কোন আচর। একুশ আমার রক্তে রঙিন প্রথম আঁকা প্রচ্ছদ একুশ আমার মানব জমিন বিষাদে ভরা মলিন। একুশ আমার ছোট অহংকার প্রথম ভাষার হুংকার একুশ …
ভালো লাগলে শেয়ার করে দিন :)