কবিতা
মোরা শোকে মূহ্যমান
মোঃ আলী সারওয়ার শহীদ স্মৃতি রেখেছি গেঁথে, হৃদয়ের চোখে এঁকে। অমর একুশে শহীদের বেদী, ফুলে ফুলে দেব ঢেঁকে। শিশির জলে ভিজায়েছি চরণ শীতল পরশ পেয়ে। নগ্ন চরণে শহীদ স্মরণে একুশের গান গেয়ে! গেঁথেছি মালা, সেজেছে ডালা সারি সারি রক্ত গোলাপ গেঁথে মধ্যে মধ্যে গুজেছি গাঁদা উপরে শ্রদ্ধাঞ্জলি লিখে! অমর একুশ …
ভালো লাগলে শেয়ার করে দিন :)