কবিতা
স্বাধীনতা
মোঃ ইমরুল কায়েস আধগলা লাশ পানিতে ভেসেছে কলার ভেলার মতো ঠুকরিয়ে খেয়ে ভারী দেহে পাখা শকুনীরা মেলাতো শকুনীরা তাও ভালো ছিলো ঢের সন্ধ্যে হলেই যেতো নিয়াজীর দল প্রেতের মতো দিন-রাত ভরে খেতো; শুনেছি তোমরা বিজয় এনেছো? রক্তের দামে কিনে ঝুলি ভরে সব অধিকার এনে বুনেছো মাটির তলে শহীদের দেওয়া …
ভালো লাগলে শেয়ার করে দিন :)