কবিতা
তোমার চেতনার স্পন্দনে জাগি
শামীমা বেগম, বিপিএম, পিপিএম যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট), ডিএমপি, ঢাকা। স্বপ্ন রূপান্তরের মহানায়ক তুমি, দিগন্ত সীমা ছাড়িয়ে পরাধীনতার শৃঙ্খল কাটিয়ে, তুমি এনেছিলে মুক্তির বারতা। চিত্ত তোমার অকুতোভয় চির জাগ্রত প্রতীক্ষাময় শৃঙ্খলের বেড়ি আর নয় । তুমি চির অম্লান, অমর অক্ষয় কালজয়ী বিশ্বনেতা। চির বিস্ময়, মৃত্যুহীন চির অম্লান তোমার দৃপ্ত চেতনায় …