ই-পেপার

লাশ ও স্বাধীনতা

সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ান অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। (বর্তমানে জাতিসংঘ মিশনের কর্মরত) শকুনের কুকুরে লাশ নিয়ে কাড়াকাড়ি চারিদিকে ছিন্ন-ভিন্ন বিকৃত সব লাশ কোথাও মাথার খুলি, কোথাও হাড়-কঙ্কাল কোথাও হাত, কোথাও পা, আবার কোথাও বিচ্ছিন্ন অংশ। এ লাশ আমার নির্যাতিত মায়ের, ধর্ষিত বোনের যাদেরকে শুধু দলগত ধর্ষণ করা হয়নি

ভালো লাগলে শেয়ার করে দিন :)

একজন বেনজীর

সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ান জঙ্গীবাদের ভয়াল থাবায় দেশ যবে নাজেহাল অভাগা দেশকে রক্ষা করতে বেনজীর হলো ঢাল। উগ্রবাদের ভয়াল থাবায় নামলে অন্ধকার হঠাতে তাদের বেজে উঠেছিলো বজ্রকন্ঠ তার। সে পথ কভু সহজ ছিলো না, ছিলো তাতে সংশয় প্রতি পদে ছিলো বিপত্তি, বাঁধা, প্রাণ হারানোর ভয়। তার আদেশে ফেরাতে শান্তি সেই

ভালো লাগলে শেয়ার করে দিন :)