কবিতা
লাশ ও স্বাধীনতা
সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ান অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। (বর্তমানে জাতিসংঘ মিশনের কর্মরত) শকুনের কুকুরে লাশ নিয়ে কাড়াকাড়ি চারিদিকে ছিন্ন-ভিন্ন বিকৃত সব লাশ কোথাও মাথার খুলি, কোথাও হাড়-কঙ্কাল কোথাও হাত, কোথাও পা, আবার কোথাও বিচ্ছিন্ন অংশ। এ লাশ আমার নির্যাতিত মায়ের, ধর্ষিত বোনের যাদেরকে শুধু দলগত ধর্ষণ করা হয়নি …